Live

কী দাবি পাকিস্তানের? #Pakistan #india

 Pakistan PM on Pahelgam Terror Attack: হাঁটু ভাঙলেও মচকায় না পাকিস্তান! শরিফের ‘হাম্বা’ ডাক, ‘আমাদের দুর্বল ভাববেন না

Pakistan: এ দিন পাকিস্তানের উদ্দেশে ভাষণ দিতে গিয়েই শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদের নিন্দা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অসংখ্য ত্যাগও করেছে।

  


ইসলামাবাদ: ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আর চাপা নেই। কার্যত যুদ্ধ পরিস্থিতি। বন্ধ সীমান্ত, ফেরত পাঠানো হচ্ছে পাকিস্তানিদের। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বললেন, “সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আমরা।”

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাওঁয়ে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়। বেছে বেছে হিন্দু নিধন করা হয়। ধর্ম জেনে হত্য়া করা হয় ২৬ জন পর্যটককে। এই হামলায় যোগ পাওয়া গিয়েছে পাকিস্তানের। ভারত পাল্টা জবাবেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। এত সব কিছুর পর এবার মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী।

এ দিন পাকিস্তানের উদ্দেশে ভাষণ দিতে গিয়েই শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বরাবর সন্ত্রাসবাদের নিন্দা করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য অসংখ্য ত্যাগও করেছে।


পহেলগাঁওয়ের জঙ্গি হানায় ভারত পাকিস্তানকেই দায়ী করেছে। আন্তর্জাতিক স্তরেও পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান তাও মানতে নারাজ। জঙ্গি হামলার দায় অস্বীকার করে শেহবাজ শরিফ বলেন যে পহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে দোষারোপের খেলা চলছে। বলেন, “আমাদের বদনাম করার চেষ্টা চলছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য আমরা প্রস্তুত।

এদিকে, পহেলগাওঁয়ের জঙ্গি হামলার পরই তৎপর সেনা। প্রস্তুতি নিচ্ছে বড় প্রত্য়াঘাতের। সেনা থেকে নৌবাহিনী, বায়ুসেনা সকলেই মহড়া দিচ্ছে। পাকিস্তানও সীমান্তে সেনা বাড়িয়েছে। এমন পরিস্থিতি যেন যেকোনও মুহূর্তেই যুদ্ধ বাঁধতে পারে।

এ দিন হুমকির সুরেই শেহবাজ শরিফ বলেন, “আমাদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আমরা। পাকিস্তানের প্রতিটা ইঞ্চি জমি রক্ষা করব। শান্তি আমাদের অগ্রাধিকার, কিন্তু কেউ যেন এটাকে আমাদের দুর্বলতা বলে মনে না করে।

সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। সেই প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, “যদি জল বন্ধ করার চেষ্টা করা হয়, তবে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।”




Previous Post Next Post