PM Modi On Kashmir Issues: 'সফল হবে না ওদের উদ্দেশ্য,' জঙ্গি হানা নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর
Kashmir Issues: ভূস্বর্গে আতঙ্ক। ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি। কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা।
ভূস্বর্গে জঙ্গিদের নিশানায় পর্যটকরা। আর তাতে ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি। কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের রিসর্টে হামলার ঘটনায় ৪০ রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে। সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় ২৮জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই আবহে গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। X হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকলকে সবরকম সাহায্য দেওয়া হবে।''
ছুটি কাটাতে গিয়েছিলেন ভূস্বর্গে। সেই ঘুরতে যাওয়াই হল কাল। অসময়ে চলে গেল একাধিক প্রাণ। আহত হয়ে অনেকে ভর্তি হাসপাতালে। পহেলগাঁওয়ে রাস্তায় এখন শুধুই কান্নার রোল। ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি এমন কিছু ঘটতে পারে। কাশ্মীরে জঙ্গি হানার শিকার পর্যটকরা, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসাবাদী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।