Kashmir Terror Attack: উপত্যকায় মৃত্যুমিছিলের নেপথ্যে কি এরা? সন্দেহভাজন জঙ্গিদের ছবি সামনে এল
Pahalgam Terror Attack: জঙ্গিদের খোঁজ পেতে এবার স্কেচগুলি প্রকাশ্যে আনা হল।
নয়াদিল্লি: জঙ্গি হামলায় ফের রক্তাক্ত হল ভূস্বর্গ। প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ পর্যটকের। সেই শোকে এই মুহূর্তে ভারাক্রান্ত গোটা দেশ। আর সেই সময়ই সন্দেহভাজন জঙ্গিদের ছবি ও স্কেচ প্রকাশ করলেন গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীরের পহলগাঁওয়ে গত কাল নিরীহ পর্যটকদের উপর যারা হামলা চালায়, তাদের মধ্যে তিন সন্দেহভাজন জঙ্গির চেহারার যে বর্ণনা মিলেছে, সেই অনুযায়ী স্কেচ আঁকা হয়েছে। তাঁদের খোঁজ পেতে এবার স্কেচগুলি প্রকাশ্যে আনা হল। পাশাপাশি, ছবিও প্রকাশ করা হয়েছে জঙ্গিদের (Kashmir Terror Attack)
সন্দেহভাজন জঙ্গিদের এখনও পর্যন্ত আসিফ ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা বলে শনাক্ত করা গিয়েছে। এদের কোডনেমও জানা গিয়েছে, যা হল, মুসা, ইউনূস এবং আসিফ। আর এক জঙ্গি আদিল গুরু, যে হামলার মাস্টার মাইন্ড, সে পাকিস্তানে পালিয়ে গিয়েছে বলে খবর। পুঞ্চে নাশকতামূলক একাধিক ঘটনায় এরা যুক্ত ছিল বলে জানা যাচ্ছে। পহলগাঁওয়ে যাঁরা জঙ্গিদের হামলার শিকার হন, তাঁরা যে বর্ণনা দিয়েছেন, সেই অনুযায়ী আঁকা হয়েছে স্কেচ। ছবি প্রকাশ করা হয় এর পরে। নিরাপত্তাবাহিনীর সন্দেহ, জঙ্গিরা পাকিস্তানের কিশতওয়ার থেকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে থাকবে। জঙ্গিদের নাগাল পেতে এই মুহূর্তে চিরুণি তল্লাশি চলছে উপত্যকায়।
পহলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, তাতে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন The Resistant Front-এর নাম সামনে এসেছে। হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এমন ছবি ও ভিডিও সামনে এসেছে, যেখানে হাতে AK-47 নিয়ে হাঁটতে দেখা গিয়েছে সন্দেহভাজন জঙ্গিদের। সেই আবহেই তিন সন্দেহভাজনের ছবি ও স্কেচ প্রকাশ করা হল। এঁদের কারও সন্ধান পেলে জানাতে বলা হয়েছে।