Live

কাশ্মীরে পর্যটকদের উপর হামলা, বাড়ছে মৃত্যুমিছিল! ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে করে পর্যটকের..বিস্তারিত পড়ুন-


Kashmir Terror Attack: খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর

Kashmir Attack: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাড়হিম দৃশ্য। প্রকৃতি যেন থমকে গিয়েছে মুহূর্তে। চারিদিকে হাহাকার, কান্না, রক্তের ছিটে চোখেমুখে আর কেবল অসহায়তা।




নয়া দিল্লি: 'দয়া করে বাঁচান, আমার স্বামীকে বাঁচান', ভূস্বর্গ-জুড়ে আর্তনাদ। উপত্যকাজুড়েই প্রতিধ্বনিত হচ্ছে করুণ আর্তি। ততক্ষণে প্রায় সব শেষ। বেড়াতে এসে যে এই পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। ভূস্বর্গ যেন আবার ভয়ঙ্কর। জঙ্গিদের নির্বিচারে গুলিতে মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ মানুষের।  পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা পহেলগাম। মঙ্গলবার সেখানেই এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করল জঙ্গিরা। পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার ঠিক পরমুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে!

যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে! এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। হামলার ঠিক পরই সামনে আসা এই হাড় হিম করা ভিডিওতে, এক মহিলাকে তাঁর স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইতে শোনা যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাড়হিম দৃশ্য। প্রকৃতি যেন থমকে গিয়েছে মুহূর্তে। চারিদিকে হাহাকার, কান্না, রক্তের ছিটে চোখেমুখে আর কেবল অসহায়তা। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।  হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের দলের সঙ্গে থাকা শিশুটিও কাঁপছে ঘটনার মর্মান্তিক আকস্মিকতায়।  
 

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হল পহেলগাম। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে। অনন্তনাগের কাছে, অমরনাথগামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, পহেলগামেরই রিসর্টে, দুই পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছিল। 

এদিকে ইতিমধ্যেই শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা এর নেপথ্যে আছে তারা ছাড়া পাবে না।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে কাপুরুষোছিত জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার খবর নিন্দনীয় এবং হৃদয়বিদারক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট রয়েছে।





Previous Post Next Post