Train Cancelled: ব্যান্ডেল-কাটোয়া লাইনে ১৪ দিন বাতিল ট্রেন ! কবে কোন ট্রেন চলবে না ? রইল তালিকা
Bandel Katwa Line: ১৬ এপ্রিল থেকে ৫ মে- এর মধ্যে (বৃহস্পতিবার এবং রবিবার বাদ দিয়ে) মোট ১৪ দিন ট্রেন বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
- ১৬/০৪/২০২৫- বুধবার
- ১৮/০৪/২০২৫- শুক্রবার
- ১৯/০৪/২০২৫- শনিবার
- ২১/০৪/২০২৫- সোমবার
- ২২/০৪/২০২৫- মঙ্গলবার
- ২৩/০৪/২০২৫- বুধবার
- ২৫/০৪/২০২৫- শুক্রবার
- ২৬/০৪/২০২৫- শনিবার
- ২৮/০৪/২০২৫- সোমবার
- ২৯/০৪/২০২৫- মঙ্গলবার
- ৩০/০৪/২০২৫- বুধবার
- ০২/০৫/২০২৫- শুক্রবার
- ০৩/০৫/২০২৫- শনিবার
- ০৫/০৫/২০২৫- সোমবার
উল্লিখিত তারিখগুলিতে বাতিল থাকবে ট্রেন। এবার জেনে নিন, কোন কোন ট্রেন বাতিলের কথা ঘোষণা কর হয়েছে।
- ব্যান্ডেল থেকে - ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল
- কাটোয়া থেকে - ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল
এর আগেও ব্যান্ডেল লাইনে একাধিকবার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত টানা ১৬ দিন বাতিল করা হয়েছিল ট্রেন। রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৯ মার্চ থেকে বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত ১৬ দিন ধরে ব্যান্ডেল-কাটোয়া সেকশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। এই সময়েও পূর্ব রেলের তরফে জানানো হয়েছিল, ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে দিনের বেলায় ঘন্টা তিনেক ধরে কাজ হবে। তার জন্যই ট্র্যাফিক ব্লক করা প্রয়োজন। এর জন্যই ব্যান্ডেল-কাটোয়া লাইনে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেয় রেল। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল এবং কাটোয়া থেকে: ৩৭৭৪৮ কাটোয়া-বান্ডেল লোকাল বাতিল করা হয়েছিল। এবারও এই দুই ট্রেনই বাতিল করা হয়েছে। আর কাজ হবে ব্যান্ডেল-কাটোয়া লাইনে ধাত্রীগ্রাম এবং ব্যান্ডেল স্টেশনের মাঝে ডাউন মেন লাইনেই।