পাকিস্তান থেকে আসা চিঠি বা পার্সেল ঢুকতে দেওয়া হবে না ভারতে! ইসলামাবাদের বিরুদ্ধে আরও এক পদক্ষেপ নয়াদিল্লির
সূত্রের খবর, রাজৌরিতে হামলায় জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি মুস্তাক এবং নিসার নামে দুই জঙ্গি। এই দু’জন জঙ্গিদের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে কাজ করত।
পহেলগাঁওয়ে হামলার পর বৈসরনে নিরাপত্তাবাহিনী।
পহেলগাঁও কাণ্ডে জম্মুর জেলে বন্দি দুই জঙ্গিকে জেরা করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তদন্তকারীদের সন্দেহ, পহেলগাঁওয়ে হামলার নেপথ্যে এই দুই জঙ্গিরও যোগ থাকতে পারে। আর সেই সূত্র খুঁজতেই জম্মুর জেলে গিয়ে দুই বন্দিকে জেরা করা হচ্ছে বলে সূত্রের খবর।
সূত্রের খবর, রাজৌরিতে হামলায় জড়িত থাকার অভিযোগে জেলে বন্দি মুস্তাক এবং নিসার নামে দুই জঙ্গি। এই দু’জন জঙ্গিদের ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’ হিসাবে কাজ করত। ২০২৩ সালের এপ্রিলে রাজৌরিতে আইইডি বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে দুই শিশু-সহ সাত জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অনেকে। হামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় মুস্তাক এবং নিসারকে। সেই থেকে জেলে বন্দি তারা।
সূত্রের খবর, পহেলগাঁওয়ে হত্যালীলার পরই আবার এই দুই জঙ্গির নাম উঠে এসেছে। সন্দেহের তালিকায় এই দুই জঙ্গিকে রাখা হয়েছে। পহেলগাঁও কাণ্ডের সঙ্গে এই দুই জঙ্গির কোনও যোগ রয়েছে কি না, সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জম্মু-কাশ্মীরের ভারত-পাক সীমান্তলাগোয়া মাচিল, কেরন, নওগাম, বারামুলা এবং উরিতেও তদন্ত করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, এই এলাকাগুলি হয়েও জঙ্গিরা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করছে। শুধু তা-ই নয়, এই এলাকাগুলিতে জঙ্গিরা আশ্রয় নিতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। গত দু’দিনে একশোরও বেশি স্থানীয়কে গ্রেফতার করে জেরা চলছে। পাশাপাশি, পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের কোথা থেকে সহযোগিতা করা হচ্ছে, তা চিহ্নিত করারও কাজ চলছে বলে সূত্রের খবর।
গত ২২ এপ্রিল পহলেগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিরা হামলা চালায়। সে দিনের হামলায় ২৫ জন ভারতীয় এবং নেপালের এক নাগরিক নিহত হয়েছেন। হামলায় জড়িত জঙ্গিরা এখনও পলাতক। তাদের খোঁজে দক্ষিণ কাশ্মীর জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
পহেলগাঁওয়ের পরে
- >>জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন।
- >>জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গিহানার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকটি সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮। সূত্রের খবর, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছ’জন।
- জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল কর্নাটকের এক পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাঁদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে, ‘‘তোকে মারব না। যা, মোদীকে গিয়ে বল।’’
- >>জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল কর্নাটকের এক পরিবার। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় মঞ্জুনাথ রাওয়ের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন স্ত্রী পল্লবী এবং তাঁদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবীর দাবি, অতর্কিত তাঁদের আক্রমণ করে তিন থেকে চার জন। তাঁর স্বামীকে খুন করার পর ওই চার জনের এক জন বলে, ‘‘তোকে মারব না। যা, মোদীকে গিয়ে বল।’’
- আরও পড়ুন:>>
ফের অশান্ত সীমান্ত, নিয়ন্ত্রণরেখায় দিশেহারা পাকিস্তানের হামলা, ভারতের পাল্টা জবাব বিস্তারিত পড়ুন-#indianarmy #Pakistan #PakistanArmy