Live

২০২৬ এ বাংলার পর, দিল্লিতে I.N.D.I.A জোট, ঘোষণা মমতার। বিশদ পড়ুন। #MamataBanerjee #ABPAnanda #TMC

 Mamata Banerjee: ‘বাংলা আমাদের আছে, থাকবে, আগামী দিনে দিল্লি দখল’, ঘোষণা করলেন মমতা

Mamata Banerjee News: বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার খবর উঠে আসছে লাগাতার, তার প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করেন মমতা।


কলকাতা: হাতে মাত্র কয়েক মাস। তার পরই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার আঁচ অনুভূত হচ্ছে রাজ্য রাজনীতিতে। তবে শুধুমাত্র ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নয়, ২০২৯ সালের লোকসভা নির্বাচনও পাখির চোখ বলে এবার জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার রয়েছে, আগামীতেও থাকবে। ২০২৯ সালে কেন্দ্রে I.N.D.I.A জোটই সরকার গড়বে। (Mamata Banerjee)

বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার খবর উঠে আসছে লাগাতার, তার প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করেন মমতা। আর সেখান থেকেই রাজ্যের বিধানসভা নির্বাচন এবং পরবর্তী লোকসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, ভোটবাক্সে বিজেপি তার জবাব পাবে বলেও দাবি করেন। (Mamata Banerjee News)

এদিন মমতা বলেন, "আমি বাংলায় কাজ করছি। ঠিক আছে। বাংলার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। আমাকে বাংলায় কাজ করতে দিন। আমাকে বিরক্ত করলে, গোটা দেশে ঘুরব। আমাকে আটকাতে পারবেন না। দেখব, কোন ডিটেনশন ক্যাম্পে রাখবেন আমাকে। ওখানে গিয়েও বাংলাতেই কথা বলব আমি। প্রত্যেকের নিজ নিজ মাতৃভাষা আছে। শুধু বাংলা ভাষাকেই অসম্মান কেন? বাংলার সংস্কৃতি, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলার আত্মত্যাগ ভুলে গিয়েছেন?"

নতুন ভোটারদের সময় মতো তালিকায় নাম তোলার কথা বলেন মমতা। নাম বাদ দেওয়া নিয়ে সতর্ক থাকতে হবে বলে জানান। আর সে প্রসঙ্গেই বিজেপি-কে একহাত নেন মমতা। বলেন, "মানুষের ভোটাধিকার কাড়ার অধিকার নেই আপনাদের। নির্বাচন কমিশনকে দিয়ে যা ইচ্ছে তাই ফরমান জারি করবেন না। বুক দিয়ে লড়াই করতে হবে। আগামী দিন বাংলা আমাদের আছে, থাকবে। আগামী দিন আমরা দিল্লি দখলও করব সবাইকে সঙ্গে নিয়ে। ২০২৬ ফর বেঙ্গল, আর তার পর দিল্লির যে নির্বাচন হবে, তা আমাদের I.N.D.I.A টিমেরই হবে। এটা মাথায় রেখে দিন।"

পর পর রাজ্যে যেভাবে ভোটার তালিকায় রদবদল করা হচ্ছে, তাতে বিজেপি-কে জেতানোর অভিসন্ধি লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন মমতা। তিনি জানান, নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপি-র লোকে ভরে গিয়েছে। ভোটার বাড়িয়ে দেওয়া হচ্ছে যখন তখন। মহারাষ্ট্র, দিল্লিতে সেভাবেই জেতানো হয়েছে বিজেপি-কে। এখন বিহারে একই কাজ চলছে, আগামী দিনে পশ্চিমবঙ্গেও একই পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেন মমতা। বলেন, "পুঁটি মাছ, মৌরলা মাছ বাছতে বসেছে যেন! আর তাতে এত ভুল করছে যে কাঁটার মধ্যে কাঁটা ঢুকে যাচ্ছে। খেলা হবে। তৈরি থাকুন।" মমতা জানান, যত খুশি মামলা করতে চায় করুক বিজেপি। তিনি মানুষকে 'ফেস' করেন। তাই বিজেপি-র মামলার পরোয়া করেন না।

এদিন নির্বাচন কমিশনকেও একহাত নেন মমতা। বিজেপি-কে জেতাতে, তাদের দালাল হয়ে কমিশন কাজ করছে বলে দাবি করেন। মমতা জানান, যত চেষ্টাই হোক, আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছেডে় দেবেন না। 

Previous Post Next Post