কেন ‘দাগি’দের পাশে দাঁড়াচ্ছে এসএসসি? প্রশ্ন তুলল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ, দু’টি কারণ বললেন কল্যাণেরা
এসএসসি-র নিয়োগবিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন নিয়োগে চিহ্নিত ‘দাগি’দের সুযোগ দেওয়া যাবে না।

এসএসসি-র নিয়োগবিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। সেই সব মামলায় গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, নতুন নিয়োগে চিহ্নিত ‘দাগি’দের সুযোগ দেওয়া যাবে না। ইতিমধ্যে কোনও ‘দাগি’ প্রার্থী আবেদন করে থাকলে তা-ও বাতিল করতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে এসএসসি ডিভিশন বেঞ্চে গিয়েছে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের সেই বেঞ্চেই প্রশ্নের মুখে পড়ে এসএসসি।
এসএসসি-র কাছে মোট তিনটি প্রশ্ন করেছেন বিচারপতি সেন। এক, এসএসসি কেন ‘দাগি’ বা ‘চিহ্নিত অযোগ্য’দের পাশে দাঁড়াচ্ছে? দুই, ‘দাগি’দের পাশে দাঁড়ানোর মতো কোনও অবস্থানে কি এসএসসি রয়েছে? তিন, নিয়োগপ্রক্রিয়ায় যোগ দেওয়া বা না-দেওয়া নিয়ে কমিশন কী ভাবে প্রভাবিত হচ্ছে।