Live

কসবাকাণ্ডের তদন্তে গঠিত হল সিট #WestBengal #Policecase

 কসবার আইন কলেজে ধর্ষণকাণ্ডে সিট গঠন করল কলকাতা পুলিশ, পাঁচ সদস্যের দলের নেতৃত্বে এসি

পূর্ব কলকাতার আইন কলেজে এক আইনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল সারা রাজ্যে। ‘নির্যাতিতা’ তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। অভিযুক্তেরা শাসকদলের ছাত্র সংগঠনের নেতা।





কসবার কলেজে গণধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ। পাঁচ সদস্যের ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল। ইতিমধ্যে ‘নির্যাতিতা’ এবং তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করেছে সিট।



‘নির্যাতিতা’ দাবি করেছেন, গত বুধবার তাঁকে ডাকা হয়েছিল কলেজের ইউনিয়ন রুমে। সেখানে ‘জে’ (অভিযুক্তদের কোডনেম ব্যবহার করা হয়েছে অভিযোগপত্রে) তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। ঘটনাস্থলে ছিলেন ‘এম’ এবং ‘পি’। তিনি আরও দাবি করেছেন, মোট দু’বার তাঁকে নির্যাতন করা হয়েছে। প্রথমে ইউনিয়ন রুনে এবং পরে গার্ডস রুমে। অভিযোগ, ‘জে’ তাঁকে ধর্ষণ করেন। ‘এম’ এবং ‘পি’ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। কখনও ধর্ষণে সহায়তা করেছেন। ধর্ষণের সময় তাঁর বিবস্ত্র অবস্থার ভিডিয়ো করে ব্ল্যাকমেল করেছেন ‘জে’। তার পর ওই ছাত্রনেতা হুমকিও দেন যে, এ নিয়ে কাউকে কিছু বললে তাঁর পরিবারের উপরে আঘাত হানবেন। তাঁর প্রেমিককে খুন করে দেবেন। জেলে পাঠাবেন বাবা-মাকে।


Previous Post Next Post