Live

ফের ঊর্ধ্বমুখী দাম। ১ ভরি সোনায় খরচ কতটা বেশি পড়বে সপ্তাহের শুরুতে? বিস্তারিত পড়ুন- #goldprice #GoldPriceToday

 Gold Price: এবার লাখের গণ্ডি পেরতে চলেছে সোনা? সপ্তাহের শুরুতেই বাড়ল কি দাম? কততে কিনতে পারবেন আজ?

Gold and Silver Price: এবার ফের ঊর্ধ্বমুখী দাম। ১ ভরি সোনায় খরচ কতটা বেশি পড়বে সপ্তাহের শুরুতে? 


কলকাতা: সোনার দাম কি লাখের গণ্ডি পেরতে পারে? তা নিয়ে সম্প্রতি নানা প্রশ্ন উঠেছিল। আশঙ্কাও দেখা দিয়েছিল। তবে সেই আশঙ্কা সত্যি হওয়ার আগে বেশ কিছুটা কমেছিল সোনার দাম। এবার ফের ঊর্ধ্বমুখী দাম। ১ ভরি সোনায় খরচ কতটা বেশি পড়বে সপ্তাহের শুরুতে?  
আজকের সোনার দাম (২ জুন, ২০২৫)                  
সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৬২৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯১৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৭৫৮
১৮ ক্যারেট১ গ্রাম৭৫১০
রুপো (৯৯৯)১ কেজি৯৭৮৩১ 

ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 


*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 

গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে। 

    
Previous Post Next Post