Live

যোগ্য জবাব পাকিস্তানকে, উচ্ছ্বসিত সৌরভ #SouravGanguly #OperationSindoor বিস্তারিত পড়ুন

 Operation Sindoor: ঠিক করেছে ভারত, অপারেশন সিঁদুরের সাফল্যে মোদি-শাহকে অভিনন্দন কিংবদন্তি ক্রিকেটারের

Sourav Ganguly: সৌরভ জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে গোটা ভারত এককাট্টা। জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না।
 আইএএনএস

অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত সৌরভ। - আইএএনএস


পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহদের প্রাণ যাওয়ার পর প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।

অপারেশন সিঁদুরের সাফল্যে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়। কিংবদন্তি ক্রিকেটার জানিয়ে দিলেন, যোগ্য জবাব দিয়েছে ভারত।
বুধবার ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দেখতে হাজির ছিলেন সৌরভ। সেখানেই তাঁর কাছে অপারেশন সিঁদুর নিয়ে জানতে চাওয়া হয়।

সৌরভ বলেন, 'ঠিক করেছে ভারত। আমি আগেও বলেছি, সন্ত্রাসবাদের সঙ্গে আপোসের কোনও জায়গা নেই।

'সৌরভ আগেও জানিয়েছিলেন, কড়া পদক্ষেপ করা উচিত ভারতের। পহেলগাঁও কাণ্ডের পরই বলেছিলেন, 'প্রত্যেক বছর একই ঘটনা, মজা নাকি এটা!'

অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

সৌরভ জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে গোটা ভারত এককাট্টা। জঙ্গি কার্যকলাপ সহ্য করা হবে না।


পরে সোশ্যাল মিডিয়াতেও সৌরভ লেখেন, 'আমাদের ভয়ের চেয়েও তীব্র হচ্ছে আমাদের একতা।'


রোহিত শর্মার টেস্ট থেকে অবসর প্রসঙ্গে সৌরভ বলেছেন, 'এটা একেবারেই ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ওয়ান ডে ক্রিকেট খেলবে। টি-২০ বিশ্বকাপ জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। দারুণ ক্রিকেটার।' ছবি - আইএএনএস 

আরও পড়ুন>>





Previous Post Next Post