Putin Dials Modi: 'জঙ্গি-দমনে ভারতকে পূর্ণ সমর্থন রাশিয়ার', মোদিকে ফোনে বার্তা পুতিনের
India Russia Ties: এরই মধ্যে ভারতের হাতে এবার রুশ ক্ষেপণাস্ত্র ইগলা এস। যা নিমেষে ধ্বংস করতে পারে বিমান, হেলিকপ্টার ও ড্রোন।
মোদিকে ফোন রুশ প্রেসিডেন্টের
Source : ABP Ananda
নয়া দিল্লি: পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গণহত্যার পর শুধু দেশজুড়ে নয়, বরং বিশ্বজুড়ে জোরালো হয়েছে বদলার দাবি। পাকিস্তানের নাম না নিলেও যেমন হামলাকারী ও মদতদাতাদের কঠোরতম সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী, তেমনই এবার জঙ্গি-দমনে ভারতকে পূর্ণ সমর্থন রাশিয়ার, এমনটাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে মোদিকে ফোন রুশ প্রেসিডেন্টের। পহেলগাঁও হামলার কড়া নিন্দা করেছেন পুতিন। পাশাপাশি হিংসায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন পুতিন, এমনটাই খবর সূত্রের। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতিও ভারতের পক্ষ নিয়ে বার্তা দিয়েছে সন্ত্রাসবাদীদের।
এদিকে এরই মধ্যে ভারতের হাতে এবার রুশ ক্ষেপণাস্ত্র ইগলা এস। যা নিমেষে ধ্বংস করতে পারে বিমান, হেলিকপ্টার ও ড্রোন। পহেলগাঁও কাণ্ডের আবহে একদিকে অস্ত্রভাণ্ডারের শক্তি বৃদ্ধিতে জোর দিয়েছে ভারত। চলছে লাগাতার মহড়া। এরই মধ্যে চলছে সমর শক্তি বৃদ্ধি। ২৬টি রাফাল মেরিন ফাইটার জেট কেনার বিষয়ে চুক্তি হয়েছে ফ্রান্সের সঙ্গে। প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্য়াডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হয় চুক্তি। এই আবহে এবার ভারতের হাতে এসেছে রুশ ক্ষেপণাস্ত্র।
কী এই রুশ অস্ত্র?
স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিপকপ্টার থেকে যুদ্ধবিমান মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারে এই ইগলা-এস। কোনও সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনও স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিকলের প্রয়োজন হবে না।
অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। গত ২ দিন নৌ সেনাপ্রধান ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করেছেন কাশ্মীর পুলিশের IG। এরই মধ্যে পহেলগাঁও হামলায় ফের কড়া জবাবের হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। দেশের দিকে চোখ তুলে তাকালে তাদের যোগ্য জবাব দেওয়া হবে। সন্ত্রাসবাদীদের শায়েস্তা করতে এই ভাষাতেই হুঙ্কার ছাড়লেন রাজনাথ সিং।
আরও পড়ুন>>