Dilip Ghosh : মধুচন্দ্রিমায় দিলীপ পত্নীর পছন্দ সুইৎজ়ারল্যান্ড বা প্যারিস! স্পনসর করতে রাজি এই বিজেপি সাংসদ
বিয়ের পরদিনও এবিপি আনন্দর মুখোমুখি হয়ে দিলীপ -পত্নী বললেন, 'আমি খুব প্রাউড ফিল করছি যে উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং ফাইনালি আমার একটা ইচ্ছে তো ছিল। ১৭ বছরের একটা প্রতীক্ষা ছিল'
মধুচন্দ্রিমায় দিলীপ পত্নীর পছন্দ সুইৎজ়ারল্যান্ড বা প্যারিস! স্পনসর করতে রাজি এই বিজেপি সাংসদ
বিয়ের পর কেটে গেল একটা দিন। আজ দিলীপ ঘোষের জন্মদিন। পাত্র তো রাফ অ্যান্ড টাফ! কথার উত্তর দিতে এমনিতে তিনি এক মিনিট সময় নেন না। তবে এক্ষেত্রে মনের কথা মুখে আনতে, দিলীপ ঘোষ নাকি সময় নিয়েছিলেন তিন-তিনটে মাস। ব্যাস তারপর আর কী? অবশেষে শুভ পরিণয়!
বিয়ের পরদিনও এবিপি আনন্দর মুখোমুখি হয়ে দিলীপ -পত্নী বললেন, 'আমি খুব প্রাউড ফিল করছি যে উনি আমার প্রস্তাবে রাজি হয়েছেন এবং ফাইনালি আমার একটা ইচ্ছে তো ছিল। ১৭ বছরের একটা প্রতীক্ষা ছিল'
জানালেন, মানুষ হিসেবে তো ওঁকে খুবই ভাল লাগত কিন্তু ভাবিনি যে ওঁকে আমি স্বামী হিসেবে প্রস্তাব দেব বা উনি আমার স্বামী হতে পারে একবছরের মধ্যে ।
এককালে সঙ্ঘের প্রচারক ছিলেন। প্রচারকদের জন্য বিয়ে-সংসার- অর্থ উপার্জন থাকে না। তাই তখন দিলীপও ভাবেননি সংসারের কথা। কিন্তু সঙ্ঘের তরফ থেকে তাঁকে প্রচারক জীবন থেকে মুক্তি দেওয়া হয়। তারপরই তাঁর রাজনৈতিক জীবন শুরু।
সংসারী দিলীপ বললেন,' আমি রাজনীতিতে গেছি। MLA-MP হয়েছি। অর্থ উপার্জন করেছি। বাড়ি করেছি।একজন সঙ্গী চাই যিনি ঘর- মাকে দেখবেন। আমি থাকিনি মাকে দেখাশুনো করেছে। রান্না করে খাইয়েছে। মা অনুমতি দিয়েছেন।'

গর্বিত স্ত্রী রিঙ্কুও বলছেন, 'কেউ ওঁকে এই প্রস্তাব দেননি আগে। কেউ ভাবাতেই পারেননি। আমি ভাবাতে পেরেছি। দ্যাট ইজ মাই অ্য়াচিভমেন্ট।'
7/10
![]() |
দিলীপ জানালেন, 'ইনি এসে আমাকে বললেন যে আমি সংসারী হতে চাই বা জীবনে সাথী চাই। বললাম খুব ভাল। করে ফেলো। তো বলছে না আপনাকেই বিয়ে করতে চাই। আপনি রাজি আছেন কিনা। তখন আমি...সময় দিতে দাও। বিষয়টা আমি হজম করি আগে।'
8/10
![]() |
'সংসারে নামতে হবে কোমর বেঁধে। বিয়েটা মনুষ্যজীবনের পূর্ণতাও বটে', বিয়ের পরের দিন, নিজের জন্মদিনেই স্ত্রী রিঙ্কুকে পাশে নিয়ে বললেন দিলীপ ঘোষ
9/10

বিয়ে যখন হচ্ছে, হানিমুনের প্রসঙ্গ তো উঠবেই। দিলীপের পছন্দ নিজের দেশ। আর স্ত্রীর মনের ইচ্ছে বিদেশ। প্যারিস বা সুইৎজারল্যান্ড হলে মন্দ হয় না।
10/10

এদিকে দিলীপও বলে দিলেন, সাংসদ সৌমিত্র খাঁ প্রস্তাব দিয়েছেন বিদেশে মধুচন্দ্রিমা যাপনের যাবতীয় খরচ বহন করার।