Live

ভয়ঙ্কর, আবার রক্তাক্ত ভাঙড়, বিস্তারিত #WestBengal

 South 24 Pargana News : ভাঙড়ে ফের খুন! বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত্যু নিশ্চিত করতে পরপর কোপ

খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনামাফইকই খুন করা হয়েছে সওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতাকে।      


হিন্দোল দে, দক্ষিণ চব্বিশ পরগনা :  উত্তপ্ত ভাঙড়ে ফের খুন। ঝরল রক্ত। নৃশংসভাবে খুন হয়ে গেলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। স্থানীয় সূত্রে খবর, এই তৃণমূল নেতা যথেষ্ট পরিচিত এলাকায়, বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার তৃণমূল নেতার রাতে বাড়ি ফিরছিলেন। সেখানেই ঘাপটি মেরে ছিল আততায়ীরা। তৃণমূলের অঞ্চল সভাপতি কাছাকাছি আসতেই তাঁকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। মাটিতে লুটিয়ে পড়েন রাজ্জাক। মৃত্যু নিশ্চিত করতে এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা। খুনের ধরন দেখেই পুলিশের অনুমান, অনেকদিন ধরেই তক্কে তক্কে ছিল আততায়ীরা। একেবারে পরিকল্পনামাফইকই খুন করা হয়েছে সওকত মোল্লার ঘনিষ্ঠ এই নেতাকে।      

মৃত  রাজ্জাক খাঁ  ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। খুনের পর থেকেই থমথমে ভাঙড়। রাতেই ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।  ভাঙড়ের বিজয়গঞ্জে যেখানে গুলিবিদ্ধ হন রাজ্জাক খাঁ, সেখান থেকে ভাঙড় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে । পুলিশ কুকুর নিয়ে এসে ঘটনাস্থলে তল্লাশি করা হয়েছে । এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ।                                

হামলার সময়ে রাজ্জাক খাঁর সঙ্গে থাকা ২ তৃণমূল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর সূত্রের। প্রশ্ন উঠছে , হামলার আগে নিহত ব্যক্তি কোথায় কোথায় গিয়েছিলেন? কেউ কি আগে তাঁকে হুমকি দিয়েছিল ? কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক আক্রোশ? কী কারণ হামলার পিছনে? খতিয়ে দেখছে পুলিশ। এই খুন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের দায় ঠেলাঠেলি। 'পিছনে নৌশাদ' মনে করছে তৃণমূলের কর্মীরা। সওকত জানিয়েছেন, এদিন দুটো মিটিং-এ ছিল তাঁর। বাড়ি ফিরছিলেন রাজ্জাক। ভাঙড়ে ISF আশ্রিত দুষকৃতীরা এই ধরনের কাজ করছে বলে সন্দেহ বিধায়কের।  অন্যদিকে আইএসএফের অভিযোগ, 'তৃণমূল দলের কোন্দলেই খুন হয়েছেন এই নেতা'।  

পঞ্চায়েত নির্বাচনের সময় দীর্ঘদিন ধরে অশান্ত ছিল ভাঙড়। মনোনয়ন থেকে ফল ঘোষণা অবধি লাগাতার অশান্তি চলে দক্ষিণ ২৪ পরগনার এই জায়গায়। বাদ যায়নি খুনোখুনিও। বিধানসভা ভোটের বছরখানেক আগে ফের রাজনৈতিক হিংসা ফিরল ভাঙড়ে। খুন হলেন তৃণমূল নেতা ।     


Previous Post Next Post