Live

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র নজরে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার ৮৯ জন ! বিস্তারিত পড়ুন

 Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র নজরে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার ৮৯ জন !

Municipal Recruitment Scam: এবার CBI-র নজরে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার ৮৯ জন গ্রুপ C ও গ্রুপ D কর্মী, কী বলছেন পুর চেয়ারম্যান ?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র নজরে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার ৮৯ জন !

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার CBI-র নজরে দক্ষিণ দমদম ও বরানগর পুরসভার ৮৯ জন গ্রুপ C ও গ্রুপ D কর্মী। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভায় ২৯ জন গ্রুপ C কর্মী এবং বরানগর পুরসভায় ৬০ জন গ্রুপ D কর্মীর নিয়োগ সংক্রান্ত কোনও নথি এবং সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এই ২ পুরসভার পুরবোর্ড সংক্রান্ত তথ্য চায় CBI. জিজ্ঞাসাবাদ করা হয় ২ পুরসভার একাধিক আধিকারিককে। CBI সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার আধিকারিকরা তৎকালীন পুর চেয়ারম্যান পাচু রায় সব জানেন বলে জানিয়েছেন। অন্যদিকে, বরানগর পুরসভার আধিকারিকরা জানান, নিয়োগ সংক্রান্ত কিছু তাঁদের জানা নেই।

প্রসঙ্গত গতবছর পুর নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছিল CBI। চার্জশিটে একদিকে যেমন নাম রয়েছে অয়ন শীলের, তেমনই দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়েরও নাম ছিল। করোনা-কালে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে ২৯ জনকে নিয়োগ করা হয়েছিল। একই দিনে বিজ্ঞপ্তি জারি, নিয়োগপত্র এবং নিয়োগ, সবকিছু হয়েছিল, চার্জশিটে দাবি CBI-এর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একদিনে কীভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তার সদুত্তর দিতে পারেননি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। পুরসভায় নিয়োগের এই নির্দেশ কে দিয়েছিল ? কত টাকার লেনদেন হয়েছিল ? এসব জানতে তদন্ত চলবে বলে আলিপুরের বিশেষ আদালতে জানিয়েছে CBI। পুরনো ঘটনা, নথি না দেখে বলতে পারব না, প্রতিক্রিয়া পাঁচু রায়ের। 

 মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ ওঠে। ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুরসভায় কীভাবে নিয়োগ হয়েছে, কতজনকে নিয়োগ করা হয়েছে, নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে, কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল, কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন, তদন্তে নেমে সবই খোঁজার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। এরপরই রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

Previous Post Next Post