Live

একই জায়গায় দুই স্কুল পড়ুয়ার মৃত্যু একই ভাবে, বিস্তারিত

 UP News : ক্লাসে হাসি-ঠাট্টা করতে করতেই অজ্ঞান ! মৃত্যু সঙ্গে সঙ্গে, 'হার্ট অ্যাটাকের শিকার' আরও ১ ছাত্রী

এমন ভয়াবহ ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারছেন না সহপাঠীরা। চোখের সামনে জলজ্যান্ত মেয়েটা কীভাবে চলে গেল, ভেবে পাচ্ছেন না শিক্ষকরাও। 

ক্লাসে হাসি-ঠাট্টা করতে করতেই অজ্ঞান ! মৃত্যু

কয়েকদিন আগেই শিরোনামে উঠে এসেছিল কর্নাটকের হাসান। কয়েকদিনের মধ্যেই সেখানে হৃদরোগে মারা যান একের পর এক ব্যক্তি। মৃতদের বেশিরভাগের বয়স ৪৫ এর নিচে। এই ঘটনা ফের একবার প্রশ্ন তোলে কোভিড ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে। স্বয়ং কর্নাটকের মুখ্যমন্ত্রীই প্রশ্ন তোলেন, এই কম বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুর সঙ্গে কোনও ভাবে কোভিড ভ্যাকসিনের যোগ নেই তো? যদিও এমন কোনও সংযোগ নেই বলেই দাবি করে এইমস ও আইসিএমআর। এরই মধ্যে ফের হার্ট অ্যাটাকে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে  এক স্কুল ছাত্রীর। এমন ভয়াবহ ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারছেন না সহপাঠীরা। চোখের সামনে জলজ্যান্ত মেয়েটা কীভাবে চলে গেল, ভেবে পাচ্ছেন না শিক্ষকরাও। 

উত্তরপ্রদেশের বারাবাঁকির ঘটনা। শুক্রবার সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নন্দিনী মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কুলেই। পরে জানা যায়, সম্ভবত হার্ট অ্যাটাকেই মৃত্যু ঘটেছে তাঁর। স্কুল সূত্রে খবর, নন্দিনী ক্লাসেই ছিল। একদম স্বাভাবিকভাবেই ক্লাস করছিল সে। হঠাৎই শরীর খারাপ লাগতে শুরু করে। তাঁকে হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা।  ততক্ষণে সব শেষ। হার্ট অ্যাটাক কেড়ে নিয়েছে প্রাণ। এমন আকস্মিক মৃত্যুর শোকে মুহ্যমান স্কুল ও পরিবার। 

টিকাইতনগর থানা এলাকার নিয়ামতগঞ্জ গ্রামের বাসিন্দা নন্দিনী বর্মা । বাবা রাজিতরাম বর্মার নিয়ামতগঞ্জে কীটনাশকের দোকান। বাড়িতে আছে দুই বোন, সুধা এবং সবিতা।  স্কুলের প্রধান শিক্ষক শৈলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, নন্দিনী সকাল ১১:৩০টা পর্যন্ত বান্ধবীদের সঙ্গে রীতিমতো হাসি-মজাই করছিল।  দিব্য গল্প-ঠাট্টা করছিল সে, জানিয়েছে সহপাঠীরাও। ষষ্ঠ পিরিয়ডের শুরুতে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। সহপাঠী এবং শিক্ষকরা সঙ্গে সঙ্গে তাকে ধরে তোলার চেষ্টা করে।  স্কুলই ১০ মিনিটের মধ্যে তাকে জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে প্রাণটাই চলে গিয়েছে তার। 

প্রধান শিক্ষক শৈলেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, নন্দিনী আমাদের স্কুলের মেধাবী ছাত্রী ছিল। হাইস্কুলে ৮৭.৬৬% নম্বর পেয়ে জেলার শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা করে নিয়েছিল। গণিতে তার বিশেষ আগ্রহ ছিল । স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার।  ঘটনার ৫ মিনিট আগেও সে বান্ধবীদের সঙ্গে কথা বলছিল। তার আকস্মিক মৃত্যু সকলকে স্তম্ভিত করে দিয়েছে।

সায়লেন্ট হার্ট অ্যাটাকের আশঙ্কা

ট্রমা সেন্টারের ডাক্তার রাজেশ কুশওয়াহা জানিয়েছেন, নন্দিনীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক তদন্তে সায়লেন্ট হার্ট অ্যাটাক বলেই আশঙ্কা করা হচ্ছে।  তবে সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রয়োজন ছিল। নন্দিনীর পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে অস্বীকার করেন এবং দেহ গ্রামে নিয়ে যান, সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। 

এক মাসে দ্বিতীয় ঘটনা

এই ঘটনা বারাবাঁকিতে এক মাসের মধ্যে দ্বিতীয় ঘটনা। এই মাসের ১ জুলাই সেন্ট অ্যান্থনি স্কুলের ১২ বছর বয়সী ছাত্র অখিল প্রতাপ সিং-ও স্কুল গেটে হঠাৎ অজ্ঞান হয়ে যায় ও তার মৃত্যু হয়। সে ক্ষেত্রেও সায়লেন্ট হার্ট অ্যাটাক বলেই আশঙ্কা করা হয়েছে।  এই ঘটনা অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, শিশু-কিশোরদের মধ্যেও এমন হার্ট অ্যাটাকের মতো ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।  তাই স্কুলগুলিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন।

নন্দিনীর আকস্মিক মৃত্যুতে এক্কেবারে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যদের।  স্তম্ভিত স্কুলের সহপাঠী এবং শিক্ষকরা।  নন্দিনীর পরিশ্রমী এবং বিনয়ী স্বভাবের জন্য যথেষ্ট জনপ্রিয় ছিল। ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রদীপ সিং জানিয়েছেন, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে অস্বীকার করেন, এরপর দেহটি তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে, তবে পরিবারের সদস্যরা কোনও অভিযোগ দায়ের করেননি।
Previous Post Next Post