Live

'আমায় পাকিস্তানে বিয়ে করে নাও' ISI অফিসারের কাছে জ্যোতির আবদার! বিস্তারিত কমেন্টে #JyotiMalhotra

 Jyoti Malhotra : 'আমায় পাকিস্তানে বিয়ে করে নাও' ISI অফিসারের কাছে জ্যোতির আবদার!

৩৩ বছর বয়সী ইউটিউবার এবং হাসানের মধ্যে এমনও একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন খুঁজে পাওয়া গিয়েছে,যেখানে জ্যোতির সঙ্গে পাকিস্তানেন আত্মিক যোগ স্পষ্ট।

সামনে এল ISI-এর আধিকারিকের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট
Source : ABP Ananda


নয়া দিল্লি : যত দিন যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রর  পাকিস্তান-যোগ।  গোয়েন্দা সূত্রে দাবি, এবার সামনে এসেছে পাক গুপ্তচর সংস্থা ISI-এর অফিসার আলি হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট। যেখানে ISI অফিসার আলি হাসানের মেসেজ রীতিমতো চাঞ্চল্যকর ও একই সঙ্গে যথেষ্ট সন্দেহজনকও। যেমন একটি মেসেজে দেখা গিয়েছে, 'কোনও আন্ডার কভার ব্যক্তি যেমন, আরে বোঝা যায় দেখে, আপনাকে কীভাবে বেরোতে হত, বা তাঁকে ভিতরে নিয়ে আসতে হত, এটা আমার বিষয়, তাঁকে গুরুদ্বারের ভিতরে নিয়ে আসতে হত আপনাকে, রুমে দু'জনকে বসিয়ে দিতে হত। এখন লেগে থাকো।' 


গোয়েন্দা সূত্রে দাবি, ISI-এর এই অফিসারই জ্যোতিকে পাকিস্তানে বেড়ানোর এলাহি বন্দোবস্ত করে দেয়। এনডিটিভি সূত্রে খবর, আরও কিছু চ্যাটে এই ইউটিউবারের সঙ্গে ব্যক্তিগত মাখোমাখো বার্তা আদানপ্রদানও হয়েছে। তাতে আরও স্পষ্ট হয়েছে পাকিস্তানের প্রতি জ্যোতির হৃদয়ের টান। 

হরিয়ানার হিসারে বসবাসকারী জ্যোতি 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল চালান। তাকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তিনি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-এর হয়ে কাজ করতেন ঘনিষ্ঠভাবেই। আলি হাসানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। দুজনেই অনেক কথা বলত। ৩৩ বছর বয়সী ইউটিউবার এবং হাসানের মধ্যে এমনও একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন খুঁজে পাওয়া গিয়েছে,যেখানে জ্যোতির সঙ্গে পাকিস্তানেন আত্মিক যোগ স্পষ্ট। একটি চ্যাটে মালহোত্রা হাসানকে এও বলেন যে , "আমাকে পাকিস্তানে বিয়ে করে ফেলুন"। হোয়াটসঅ্যাপ চ্যাটগুলিতে দুজনের মধ্যে বেশ কয়েকটি কোডেড বার্তাও আদান প্রদান হয়। 



০২৩ সালে প্রথমবার পাকিস্তানে যায় জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার পর জ্যোতিকে পুলিশি নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছিল। তদন্তকারীদের অনুমান,জ্যোতির ফোন থেকে দিল্লির পাক হাইকমিশনের আধিকারিক দানিশ ও অন্যান্য ISI আধিকারিকদের চ্যাট মুছে ফেলা হয়েছে। 

পাক-হ্যান্ডলারদের সাহায্যে বাংলাদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জ্যোতি? ক্রমশ ঘনীভূত রহস্য  বিস্তারিত #IndiaPakistanConflict #JyotiMalhotra

Previous Post Next Post