India Pakistan Conflict: ভারতীয় সেনাবাহিনিতে ছিলেন এই পাঁচ ক্রিকেটার, তালিকায় বিশ্বকাপজয়ী অধিনায়কও!
India vs Pakistan: পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের ওপর জঙ্গি হানা। তারপরই ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের হামলার ছক ভেস্তে দিয়ে ফের প্রত্যাঘাত করেছে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে।
পহেলগাঁওয়ে নিরীহ মানুষদের ওপর জঙ্গি হানা। তারপরই ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের হামলার ছক ভেস্তে দিয়ে ফের প্রত্যাঘাত করেছে ভারত। দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ভারতের এমন পাঁচ ক্রিকেটার রয়েছেন, যাঁরা ভারতীয় সেনাবাহিনিতেও কাজ করেছেন।
ভারতের প্রথম টেস্ট অধিনায়ক সি কে নাইডু সেনাবাহিনির সাম্মানিক ক্যাপ্টেন পদ পেয়েছিলেন। পরে তিনি ভারতীয় সেনাবাহিনির কর্নেল পদাধিকারীও হন।
স্বাধীনতারও আগে, ১৯৩২-১৯৩৬ পর্যন্ত ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন সি কে নাইডু। ৭ টেস্টে ৩৫০ রান করেছিলেন তিনি। সঙ্গে অফ স্পিন করে ৯টি উইকেটও নেন।
১৯৪৭-১৯৫৯ সালের মধ্যে বারতের জার্সিতে ২১টি টেস্ট খেলেছেন হেমু অধিকারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিলেন হিমু। ফলে পিছিয়ে গিয়েছিল তাঁর টেস্ট অভিষেক। ভারতীয় সেনাবাহিনির লেফটেন্যান্ট কর্নেল পদে ছিলেন তিনি।
কপিল দেবও সেনাবাহিনির সাম্মানিক পদ পেয়েছিলেন। ২০০৮ সালে তাঁকে ভারতের টেরিটোরিয়াল আর্মিতে অন্তর্ভুক্ত করা হয়। পররে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদ পান।
ভারতের তো বটেই, অনেকে তাঁকে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটার বলেন। সেই সচিন তেন্ডুলকর ভারতীয় বিমানবাহিনিতে সাম্মানিক পদ পেয়েছেন।
২০১০ সালে সচিনকে গ্রুপ ক্যাপ্টেন পদ দিয়ে সম্মান জানায় ভারতীয় বায়ুসেনা।
তালিকায় যে নামটি না করলেই নয়, তিনি, ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁরে ২০১১ সালে ভারতীয় টেরিটোরিয়াল আর্মি লেফটেন্যান্ট কর্নেল পদ দিয়ে সম্মান জানায়।
২০১৮ সালে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মভূষণ পুরস্কার নেওয়ার সময় ধোনি টেরিটোরিয়াল আর্মির উর্দি পরে মার্চ করে গিয়েছিলেন। যে ছবি ভারতীয় ক্রিকেটে অমর হয়ে রয়েছে। ছবি - পিটিআই, আইএএনএস, বিসিসিআই, আইসিসি ও এসিসি
আরও পড়ুন>>
Tags
#indiavspakistan