Kashmir Attack: ভারতের গতিবিধি জানতে তথ্য চুরির চেষ্টা নির্লজ্জ পাকিস্তানের ! সাইবার হানার চেষ্টা ফের বানচালI
ndia Pakistan War Information Hacking : পাক-স্পনসর্ড হ্যাকার গ্রুপের তথ্য চুরির চেষ্টা, বানচাল করল ভারত
আরও পড়ুন...
জঙ্গিদের খোঁজে কাশ্মীরে চিরুনি তল্লাশি, হাই অ্যালার্ট জারি এই এলাকাগুলিতে ! 'একটা জরুরি ঘোষণা শুনুন..
সামরিক শক্তির দিক থেকে কোনও তুলনায় আসে না পাকিস্তান। পাকিস্তান খুব ভাল করে জানে, ভারতের থেকে তুলনামূলকভাবে তারা অত্যন্ত পিছনে অবস্থান করছে। সেই কারণেই তারা একদিকে যেমন অনেকরকমের কথা বলে, অন্যরকম আবহ তৈরি করার চেষ্টা করছে।পাকিস্তানের সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক মহলে, তারা 'কিছুই করেনি' , এমনভাবে কথা বলে সাধু সাজার চেষ্টা করছে। আর অন্যদিকে, তারা সমর শক্তিতে পেরে উঠতে পারবে না ভেবে, তারা বিভিন্নভাবে এই হ্যাকারদের দিয়ে এই সাইবার অ্যাটাক করাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এইগুলির মধ্য দিয়ে তারা জানার চেষ্টা করছে, সামরিক শক্তিতে ভারতের গতিবিধি কী ? অর্থাৎ এই মুহূর্তে কী করতে চলেছে নরেন্দ্র মোদি সরকার ? অন্যদিকে, এই ওয়েবাসাইটগুলিকে হ্যাক করে, কিছু বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে দিতে চাইছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)