Dilip Ghosh: কোলাঘাটে দিলীপকে ঘিরে বিক্ষোভ BJP কর্মীদের, স্ত্রী রিঙ্কু বললেন, ‘দলে তিনটি লাইন চলছে
Rinku Majumdar: বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ।
কোলাঘাট: দিঘার জগন্নাথ মন্দিরে তাঁর পদার্পণ নিয়ে গতকাল থেকেই রাজনীতির পারদ চড়ছে। সেই আবহে কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী, বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী ও সমর্থকরা। বিক্ষোভ থেকে শুরু হল বাদানুবাদ, তর্কাতর্কি, বচসায়। এমনকি দিলীপকে নিয়ে টানাটানিও হল। দলের 'লাইন' নিয়েও উঠে গেল প্রশ্ন। (Dilip Ghosh)
বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ। সেখানেই তাঁদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। ওঠে 'দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান'। দিলীপের জন্য বিছিয়ে রাখা সবুজ কার্পেটও তুলে ফেলেন তাঁরা। দিলীপ কোলাঘাটে কেন চা-চক্র করতে এসেছেন, সেই নিয়েও ওঠে প্রশ্ন। জেলা সভাপতি, স্থানীয় নেতৃত্বকে না জানিয়ে কেন চা-চক্র অংশ নিচ্ছেন দিলীপ, তা নিয়েও ওঠে প্রশ্ন। (Rinku Majumdar)
একসময় দেখা যায়, দিলীপের স্ত্রী রিঙ্কু গাড়ি থেকে নেমে এসেছেন। সেখানে তাঁর সঙ্গেও বচসা বাধে বিজেপি কর্মীদের। সেখানে রিঙ্কুকে বলতে শোনা যায়, "এখন পার্টির মধ্যে তিনটি লাইন চলছে।" এতে বিক্ষোভকারীরা বলেন, "কোনও লাইন নেই। লাইন তৈরি করে দেওয়া হয়েছে। আপনারা পদে আছেন, আপনারা জানেন।
"এর কিছু ক্ষণ পর বিক্ষোভকারীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন দিলীপও। দিলীপ জানান, যাঁর বাড়ি, তিনিই তাঁকে ডেকেছেন। এতে বিক্ষোভকারীরা জানান, যিনি ডেকেছেন, তিনি অন্য বিধানসভার লোক। শুধু তাই নয়, এক ব্যক্তি বলেন, "BJP-র মধ্যে থেকে BJP-র বিরুদ্ধে কাজ করলে চলে না।" দিলীপ কেন তাঁকে 'চামচা' বলেছেন, সেই নিয়েও কার্যত চড়াও হন একজন। নিরাপত্তারক্ষীরা এর পর দিলীপকে সরিয়ে নিয়ে যান। যেতে যেতে দিলীপ বলেন, "কত অনুগামী আমি দেখছি দাঁড়াও। কাল বিজেপি-তে এসে আমাকে শেখাচ্ছে।" পরে চা-চক্রে গিয়ে দিলীপ বলেন, "কিছু লোক আছে যারা দলকে কব্জা করতে এসেছে। নতুন নতুন বিজেপি বিজেপি হয়েছে তারা। একটু ঝামেলা করতে চাইছে। এটা হবে না। লক্ষ লক্ষ বিজেপি কর্মী বাড়িতে বসে রয়েছে। তারা কিন্তু বিজেপি ছাড়েনি। এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি করে যারা, তারা হঠাৎ এসেছে, হঠাৎই যাবে। আমরা রক্ত-ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছি। দিলীপ ঘোষ আসল কথা বলেছে বলেই এসব করছে। দিলীপ ঘোষ বলবেই
"গতকাল আচমকা দিঘার জগন্নাথ মন্দিরে হাজির হন দিলীপ ও রিঙ্কু। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ রক্ষার্থেই সেখানে উপস্থিত হন তাঁরা। মমতার সঙ্গে বেশ কিছু ক্ষণ বসে কথাও বলেন। এদিন সকালেও কলকাতায় এসে দলের একাংশকে নিশানা করেন। বলেন, "দালালরা যেদিন থেকে এসেছে, বিজেপি-র গন্ধ, স্বাদ চলে গিয়েছে।" ইতিমধ্যেই দিলীপের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন বিজেপি নেতারা। সৌমিত্র খাঁ, কৌস্তভ বাগচি, তথাগত রায়রা দিলীপকে প্রকাশ্যে কটাক্ষ করেন। শুভেন্দু অধিকারী আক্রমণে না গেলেও, বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি তিনি।
দিলীপের দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে জায়গায় জায়গায় প্রতিবাদও শুরু হয়। গতকাল রাতে মেদিনীপুরে বিজেপি-র দলীয় কার্যালয়ের বাইরে দিলীপের ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখানো হয়। পোস্টারে লেখা হয়, 'ছিঃ ছিঃ ছিঃ দিলীপ ছিঃ, তৃণমূলের দালাল'। আর তার পর আজ কোলাঘাটে বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ।