Kashmir Terror Attack: ২৬ জনের মৃত্যুর বদলা, ২৬টি ঠিকানায় তদন্তে জম্মু-কাশ্মীর পুলিশ
Kashmir News Update: এক সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে ২৬ জনকে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিরা ধরা না পড়লেও, তাদের একের পর এক বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে।
কলকাতা: পহেলগাঁওয়ের বৈসরন উপত্য়কায়, ২৬ জনকে নৃশংসভাবে খুন করেছে জঙ্গিরা (Kashmir Terror Attack)। তারই বদলা হিসেবে, উপত্য়কার জঙ্গিদের ২৬ জন সহযোগীকে টার্গেট করেছে নিরাপত্তা বাহিনী। অস্ত্র, ডিজিটাল ডিভাইস, নথি উদ্ধার করতে মোট ২৬ টি ঠিকানায় পৌঁছে যায় জম্মু-কাশ্মীর পুলিশ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রয়েছে। পাশাপাশি ফের বৈসরনে গিয়ে জঙ্গি হামলার পুনর্নির্মান করল NIA.
২৬ জন সহযোগীকে টার্গেট: এক সপ্তাহ আগে কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে ২৬ জনকে। এখনও পর্যন্ত হামলাকারী জঙ্গিরা ধরা না পড়লেও, তাদের একের পর এক বাড়িও উড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার জঙ্গিদের সহযোগীদের ২৬টি ঠিকানায় চলল তল্লাশি। অর্থাৎ কাশ্মীরে এবার '২৬ এর পাল্টা ২৬'! এরাই কি পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদেরকে সহায়তা করেছিল? শ্রীনগরে বসে 'লজিস্টিক সাপোর্ট' দিয়েছিল? উত্তর খুঁজতে সোমবার থেকে শ্রীনগরের একাধিক ঠিকানায় হানা দেয় জম্মু কাশ্মীর পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে UAPA ধারায় রয়েছে মামলা।
গতকাল ফের পহেঁলগাও-তে ঘটনাস্থলে পৌঁছয় NIA-র তদন্তকারী দল। আরও একবার হামলার ঘটনার পুনর্নির্মাণ করে তারা। মূলত এখনও অবধি সামনে আসা ভিডিও ফুটেজগুলিকে সামনে রেখেই তথ্যপ্রমাণ সংগ্রহ করার কাজ চালাচ্ছে NIA.সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শ্রীনগরের কঠিবাগ, সাফাকাদাল, এম আর গঞ্জ, সৌরা, হারওয়ান, খান্নার সহ একাধিক এলাকায় চলে অভিযান। জম্মু কাশ্মীর পুলিশকে তল্লাশি অভিযানে সহায়তা করে সেনা ও NIA. এপ্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অনিন্দ্য জ্যোতি মজুমদার বলেন, "ওটা হয়তো কাকতালীয়। মানুষ যেটা চাইছে, সেটা হচ্ছে প্রতিকার। প্রতিকারের পার্ট হচ্ছে প্রত্যাঘাত। এরা যৌথভাবে চেষ্টা করছে প্রত্যাঘাতের।''
এদিকে পহেলগাঁওতে গণহত্য়ার পর নিরপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ করা হল কাশ্মীর উপত্য়কার ৪৮ টি পর্যটনস্থল। পর্যটকদের জন্য বাদগামের ইউসমার্গ, তুসাময়দান ও দুধপাথরি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধের তালিকায় রয়েছে জনপ্রিয় আহারওয়াল জলপ্রপাত, কৌসরনাগ, কুপওয়াড়ার বাঙ্গুস উপত্যকা। পর্যটকদের জন্য দরজা বন্ধ সিন্থান টপের। তালিকায় রয়েছে রামপোরা, রাজপোরা, ভেরিনাগ, আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্য়ারাগ্লাইডিং। এছাড়াও রিসর্ট, রেস্তোরাঁ, হোটেলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।