Pahalgam Incident : অনলাইনে বিয়ে করেছিলেন CRPF জওয়ানকে, ৯ বছর পর এক হয়েও ফিরতে হল পাকিস্তানে
লং টার্ম ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।
৯ বছর পর এক হয়েও ফিরতে হল পাকিস্তানে
নয়াদিল্লি : পহেলগাঁও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রথমেই ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করে দেয়। বাতিল করা হয় বিভিন্ন ধরনের ভিসাও। পাক নাগরিকদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয় দেশে ফিরে যাওয়ার জন্য। বহু মানুষই এদেশ ছেড়েছেন ওয়াঘা বর্ডার দিয়ে। দেশ ছাড়ার নোটিশ পেয়েছেন পাকিস্তানের বাসিন্দা মীনাল খানও । কে এই মীনাল ? তিনি পাকিস্তানি হলেও অধুনা তিনি ভারতের CRPF জওয়ান মুনির খানের স্ত্রী। জম্মুর ঘোরোটায় থাকেন এই CRPF জওয়ান মুনির খান। তাঁর সঙ্গে অনলাইনে নিকাহ করে ভারতে আসেন মীনাল। মীনাল খানের দাবি, ৯ বছরের দীর্ঘ অপেক্ষার পর তিনি এই ভিসা পেয়েছিলেন। তিনি লং টার্ম ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রও জমা দিয়েছিলেন। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের ফলে তার ভবিষ্যৎও অনিশ্চিত হবে
ভারত সরকারের সিদ্ধান্তের পর পাকিস্তান ফিরে যাওয়ার সময় ওয়াঘা সীমান্তে মীনাল খান কার্যত ভেঙে পড়েন। তিনি সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “আমাদের কোনো দোষ নেই। ৯ বছর পর শর্ট টার্ম ভিসা পেয়েছি। এলটিভির জন্যওসব নিয়ম মেনে আবেদন করেছি। এখন হঠাৎ করে সব বাতিল করে দেওয়া হল এবং বলা হল ফিরে যেতে হবে। আমাদের পরিবারের সঙ্গে থাকতে দেওয়া উচিত।”
মীনাল পাহালগাঁও হামলার তীব্র নিন্দা করে বলেন, “আমরা এই বর্বর হত্যার নিন্দা করি। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু তার জন্য অন্য পরিবারগুলিকে কষ্ট পেতে কেন হবে ”। তবে এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াও নানারকম মত প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছে, একজন পাকিস্তানি হয়ে কীভাবে ভারতীয় আধা সেনার সঙ্গে অনলাইনে নিকাহ করে ভারতে থাকতে পারলেন? কেউ কেউ তো আবার NIA-কে এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে।
মুনির খান জম্মুর ঘোরোটা এলাকার বাসিন্দা। তিনি CRPF-এ কর্মরত। ফলে একজন পাকিস্তানি নাগরিকের সঙ্গে তার বিয়ে নিয়ে সুরক্ষার প্রশ্ন উঠছে। অনেকের মতে, এ ধরনের ঘটনায় গভীর তদন্ত ও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে যখন দেশে সন্ত্রাসবাদী ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে।